রাহাত রাস্তি'র গোপন টোকা

রাহাত রাস্তি'র গোপন টোকা
যে বালিকার ভালোবাসায়
উড়তে শেখে পাখি
পকেটবিহীন পকেটে তার
পকেটপদ্য রাখি।
 
১.
রাতের কালোর
পরেই সকাল ফর্সা
আসছে সুদিন
তোমার চোখে বর্ষা!
 
 
২.
কাছে এসে দাওনা এঁকে
লাল-সবুজে গাল
জন্ম আমার ধন্য হলো
অবাক মহাকাল।
 
 
৩.
ভালোবাসি
নিশিদিন
ফুল না হলে 
বিষ-ই দিন।
 
 
৪.
এ যুগের কৃষ্ণ আমি
অনলাইনে ডাকি
সোয়াচান পাখি তুমি
অফলাইন নাকি?
 
 
৫.
মাঝে মাঝে
চুমু দিন
চুমু প্রেমের
ক্ষুদ্র ঋণ।
 
 
৬.
তোমার আগের কথাগুলো
ঠোঁটের আড়ে থাক
যা কিছু বলো তুমি
কাব্য হয়ে যাক।
 
৭.
দূর্বাঘাসও মন কেড়ে নেয়
সুখের ব্যথা বুঝতে শিখি
প্রেম কি এইরকম কিছু
মুছে মুছে আবার লিখি!
 
 
৮.
তোমার চোখে জল
টিয়ার্স
আমার চোখে নেশা
চিয়ার্স!
 
 
৯. 
কী দারুণ না হতো
কিছু কিছু মুছিলে
জীবনের বইটা যদি
আঁকা হতো পেন্সিলে।
 
১০.
যত্নে রেখো
প্রিয় ফুল টবে
মিষ্টি ভোরে
আবার দেখা হবে।
 
১১.
আপনি আপু কেমন বলেন
ঘুরেন ফিরেন ঘুমান ঠিক
ওই ছেলেটার ঘুম আসে না
কাব্য লেখে রোমান্টিক।
 
 
১২.
আমি যদি চা খাই
কফি সে
তুমি কি 
আসবে আমার অফিসে।
 
১৩.
প্রেমে পড়ে
গরিবও
বলে
তামহল গড়িব!
 
 
১৪.
আমার কিছু
ভাল্লাগে না ছাই
তোমায় দেখি চারিদিকে
ধরতে গেলে নাই।
 
 
১৫.
আর যাব না
ফুলের কাছে
তুমি যখন
কোলের কাছে।
 
১৬.
বৃষ্টি তোমার 
ভালো লাগে বলে
আজ ভাসালে
আমায় চোখের জলে।
 
১৭.
বাইরে যখন
বৃষ্টিমুখর
আমরা তখন
সৃষ্টিমুখর।
 
 
১৮.
সিগারেট সিগারেটকে চুমু খেলে
আগুন
মানব মানবীকে চুমু খেলে
ফাগুন।
 
১৯.
আবার এলো
বৈশাখি
কই সখি তুমি
কই সখি!
 
 
২০.
এ-কূলেও দাও 
ও-কূলেও দাও
খুশি রাখো দু’ধার
তুমি তো খুব উদার!
 
 
২১.
কেন সে আমার নামে
কিচ্ছে করে
ভালোবাসা কিন্তু ঠকে
ইচ্ছে করে।
 
 
২২.
একটু কথা
একটুখানি সুরও
একটু ছোঁয়া
মুছে দেওয়া বিস্কুটের গুঁড়ো।
 
 
২৩.
আফা না,
মিস
চুমু না,
কিস।
 
 
২৪.
তোর কাছে তুই
পামেলা
আমার কাছে
ঝামেলা।
 
২৫.
বিরাট শব্দ
বোমায়
পুলিশ কিন্তু
ঘুমায়।
 
 
২৬.
সিস্টেম তুনে
কেয়া কিয়া
আমি খাচ্ছি
প্রেমিকার বিয়া!
 
 
২৭.
শর্তহীন উজাড়
করে দেব সব
তুমি ফুল হলে
আমি হয়ে যাব টব।
 
২৮.
চাঁদ উঠেছে
আধখানা
যেন তোমার
কাঁধখানা।
 
 
২৯.
প্রখর রোদে ছায়ার মতো
নারীই থাকে অবশেষে
এক পৃথিবী রঙিন-টঙিন
নারীই করে ভালোবেসে।
 
 
৩০.
আছে ফেইসবুক
টুইটারও টানে
আমার বন্ধু 
মহা জাদু জানে।
 
 
৩১.
সবকিছুই
সূচকে বাঁধা
পতন হইলে
হাসে না রাধা।
 
 
৩২.
মরে যায়
ফুলের ঘায়ে ফুল
ছোঁবো না
তোমার খোঁপার চুল।
 
 
৩৩.
মিসকল শুনেই
নাক সিটকানো কমান
বান্ধবীদের মিসকল
আস্ত কলের সমান।
 
 
৩৪.
কে তোমারে আঁেক বলো
কে তোমারে আঁকে
কে তোমারে সারাটা দিন
মাতাল করে রাখে।
 
 
৩৫.
আমাকে যদি
মিস করো
ফটোগ্রাফে
কিস করো।
 
 
৩৬.
আমার জন্য চেয়েছিলে
তাজমহল বানাতে
এখন দেখি পারো না
মশারিও টানাতে।
 
 
৩৭.
নিশিদিন উড়ন আমার
টো টো করে
তোমাকেও রেখেছি বুকে
ফটো করে।
 
 
৩৮.
চুপ থাকে কে 
আমি না তুমি
কেউ কারো জানি না
সীমানা-ভূমি।
 
 
৩৯.
শব্দ শুনে চমকে উঠি
দিচ্ছে প্রিয়া গোপন টোকা
দরজা খুলে চেয়ে দেখি
পাশের বাড়ির দুষ্ট খোকা।
 
 
৪০. 
ঠোঁটগুলো ভালোবাসার
সাঁকো
যেমন খুশি তেমন রঙে
আঁকো।
 
 
৪১.
পুকুর-টুকুর চুরি হলে
ক্ষেপে যাই
মন-টন চুরি হলে
চেপে যাই।
 
 
৪২.
চেনা যায়
প্রিয়জন
হয়ে গেলে
প্রয়োজন।
 
৪৩.
মরি হায়
কি রীতি
দুইজন মিল্লে
পিরিতি!
 
 
৪৪.
রাধার ঘরে
কৃষ্ণ বন্দি
গান শোনাবে
সুবির নন্দী।
 
 
৪৫.
মেয়ের বিয়ে 
দেবে তোমার কাছে
তোমার কি ফেইসবুকে
স্ট্যাটাস আছে?
 
 
৪৬. 
স্টলে বুক
ঠাসাঠাসি
লেখিকাকে 
ভালোবাসি।
 
 
৪৭.
সাঁেঝর আভা
আর কারো নয় মোটেই
পড়েছে ঢলে
কেবল তোমার ঠোঁটেই!
 
৪৮.
এ তোমার
কেমন ঘুম
ঠিক থাকে না
কস্টিউম।
 
 
৪৯.
সব কিছু লেখা যায় না
সব হয় না পঠিত
কিছু থাকে পার্সোনাল
এবং হৃদয়ঘটিত।
 
 
৫০.
মুখ থুবড়ে পড়ে গেলে
বুকে ছিল খাঁদ
তুমি মাতাল হয়ে খুঁজেছিলে
পূর্ণিমারই চাঁদ।
 
 
৫১.
গোপন ফ্ল্যাটে
কখনো চাইনে
তোমাকে আমি
বাঁধব আইনে।
 
 
৫২.
মেঘ হবো
বৃষ্টি হয়ে ঢলে
পড়বো আবার
প্রিয় তোমার কোলে।
 
 
৫৩.
রাখব কোথায়
ভালোবাসার ফুল ?
বললে তুমি, তাও জানো না
এই যে খোঁপার চুল!
 
 
৫৪.
সুন্দর না
ছাই
তবু তোকে
চাই।
 
 
৫৫.
কী করে লিখি
ভালোবাসার লাইন
তোমাকে ঘিরে থাকে
বেকুব পোলাপাইন।
 
 
৫৬.
আমার দুজন
ঘরের ভেতর
উপরে টিনের চালা
ঢিল মারে কোন শালা !
 
 
 
৫৭.
গোপনে কোথায়
কে কী লিখছে
সব বলে দেবে
উইকিলিক্সে।
 
৫৮.
একদিন
বাজবে না শ্যামের বাঁশি
একদিন
বলবো না ভালোবাসি।
 
 
 
৫৯.
এত দাম
কী করে কিনি
আমি
চিনি গো চিনি।
 
 
 
 
৬০.
নিশিদিন
করে কান্না
কাছে গিয়ে কেন
চুমু খান না ?
 
 
৬১.
কে এনেছে বৃষ্টিকে আজ
আর মাতাল ওই মহুয়ার বন
আমরা কেবল জানি সেটা
বুকে বাজে আজ কোন রসায়ন।
 
 
৬২.
বাস করে কে
খাঁচার ভেতর
উড়লে সেজন
আপন কে তোর!
 
 
৬৩.
এখন আমার ইচ্ছে করছে
একশ কোটি কাব্য লিখি
একটি যৌবন অহর্নিশি
তোমাকে দেখি তোমাকে দেখি।
 
 
৬৪.
ছোট্ট ছিলেন
আজ হয়েছেন বড়
আমি চাই জড়িয়ে ধরতে
আপনি জড়োসড়ো।
 
৬৫.
সব গরু কি
কোরাবানি হতে পারে
থাকে কিছু গরু
গার্লস কলেজের ধারে।
 
 
৬৬.
ভালোবাসায় ফুল থাকে
থাকে বাঁশও তো
আম বাসি
তুমি বাসো তো!
 
 
৬৭.
আনারকলি 
ঘুমিয়ে গেলে
সেলিম সিম
পাল্টে ফেলে।
 
 
৬৮.
সঙ্গোপনে বলি
যখন তোমাকে দেখি
একটা পাখি চারটা পাখি
এবং তিনটা পাখি।
 
 
৬৯.
আমাকে শোনাও
ভ্যালেন্টাইন
জাতীয় সঙ্গীতের
দ্বিতীয় লাইন।
 
৭০.
ভালোবাসার
সারাদিন
চকোলেট আর
ফুল দিন।
 
 
৭১.
শহর ছেড়ে একটু দূরে
মহুয়ার বনে
শাড়ি কি যাবে আজ
পাঞ্জাবির সনে ?
 
 
৭২.
ছেলে আমার
বড় হবে
একদিন 
পরও হবে।
 
 
৭৩.
প্রেমে পড়েছি ফুলের
কাঁটারও
ওয়েলকাম
মিস আঠারো!
 
 
৭৪.
আমাকে নাও
ভাঁজে
ডানার
কারুকাজে।
 
 
৭৫.
মিষ্টি কথা হাসি
আর ফাগুন
এইসব কন্ট্রোল করে
চুলার আগুন।
 
 
৭৬.
তুমি পড়ো
মহিলা কলেজে
তোমাকে তবে
মেয়ে বলে যে ?
 
 
৭৭.
খুলেছো খোঁপা
ওই চুল এলোমেলো
গগনের মেঘে
চাঁদ ডুবে গেল।
 
 
৭৮.
বিকেল হয়েছে
ছাদে যাও
ও ফুল তুমি
টবে যাও।
 
 
 
৭৯.
প্রখর রোদ্দুর
খরা যায়
তোমার প্রেমে
পড়া যায়।
 
 
৮০.
পড়েছে সেই মেয়ে
বাংলাদেশের জার্সি
গালে আঁকা পাতাকা
তারই প্রেমে পড়ছি।
 
 
৮১.
তোমার নামে
টস করি
প্রাণের আয়ু
লস করি।
 
 
৮২.
একটি দিবস বেশি সবুজ
একটি দিবস বেশি লাল
বাদবাকি দিন কই চেতনা
জবাব চাইবে মহাকাল।
 
 
৮৩.
কতটা হুলস্থুল হৃদয়ে
কে রাখে তার খোঁজ
মাঝে মাঝে তার দেখা পাই
তারপর নিখোঁজ।
 
 
৮৪.
একটি নামে পুলক জাগে
অন্য কোথাও ছুঁই না
শব্দ শুনে চমকে উঠি
কিন্তু দেখি তুই না।
 
 
৮৫.
একটু বেশি যতœ দাবি করে
প্রিয় জিনিস আর প্রিয়জন
তা না হলে জিনিস ভাঙে
প্রিয়জন ভাঙে মন।
 
 
 
 
 
৮৬.
রোমান্স শুভ
বলছে রাশি
অনুমতি দাও
ভালোবাসি।
 
 
 
 
 
৮৭.
জন অর্থের একি
নিদারুণ ইউজ
বিটিভিতে দেখি
মন্ত্রীর নিউজ।
 
 
 
৮৮.
সামনে আসছে
শুভ দিন
রিস্কে যাবে
ত্রাণের টিন।
 
 
 
 
 
৮৯.
হেরে গেছি
জিতব বলে
আবার হবে
ব্যাট ও বলে।
 
 
 
 
৯০.
দাঁতে নখ
কামড়াও
একদিন
আমরাও!
৯১.
সুদিন আসবে
বলে বাঁচি
তুমি আছো
আমিও আছি।
 
 
 
 
 
 
৯২.
বহুদূর আজ
প্রেম-প্রীতি
থাকে শুধু
দুর্নীতি।
 
 
 
 
৯৩.
আদিম যুগ আহা
খিলখিলিয়ে হাসে
বিদ্যুৎ এখন যায় না
মাঝে মাঝে আসে।
 
 
 
 
 
 
৯৪.
একবার পেয়ে গেলে
পুরুষ ঠেলে পায়
নারীরা আজন্ম
ক্ষমা করে যায়।
 
 
 
 
 
৯৫.
পৃথিবীটা নিরস লাগে
সব মনে হয় বিষ মিশ
তা নাহলে আমার কেন
কেবলই হয় কিস মিস।
 
 
 
 
 
৯৬.
কিচ্ছু ভালো লাগছে না
কিছুতে বসছে না মন
বুকের মাঝে কালবৈশাখি
অচিন রসায়ন।
 ৯৭.
খেতে চাও
কিস কি
না বাবা
রিস্কি!
 
 
 
 
 
 
 
৯৮.
লোভনীয় বিজ্ঞাপন
একটা কথা উহ্য
ছোট্ট করে লেখা থাকে
শর্ত প্রযোজ্য।
 
 
 
 
৯৯.
বিনে পয়সায় জেনে রাখুন
ভালোবাসার শর্ত
একটা দুটো ফুল আর
পর্যাপ্ত অর্থ।
 
 
 
১০০.
একটা ঠেকাই দুটো ঠেকাই
এরপরে তো সিক্স
তোর হাতে ঠিক পৌঁছে যাবে
গোপন টোকা-মিক্স।
 
 
 
 
 
 
১০১.
মন পাবে মনে রেখো
এই সিস্টেম
পুষ্পের সাথে রেখো
গিফট আইটেম।
 
 
 
 
 
১০২.
আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে
‘বিয়ে’Ñ ইজ অ্যা রিয়েল সিস্টেম
আমি দিই তোমার কাপড় কেচে।
 
১০৩.
ঈদ ফ্যাশানের
মেয়েরা ফাইন
তাকাই থাকে
পোলাপাইন।
 
 
 
 
 
১০৪.
এই গরমে
স্যুটেড
ভাইজান
এডভোকেট।
 
 
 
 
 
১০৫.
সব কিছু তো প্রকাশ
করে না গালের টোলটা
বাইরে তোমার মেজাজ গরম
ভেতরে ঠিক উল্টা।
 
 
 
 
 
১০৬.
ছুটে আসছে বোলার
ব্যাটসম্যান দাঁড়িয়ে
ও মেয়ে প্রেমিক আমি
দুটো হাত দাও বাড়িয়ে।
 
 
 
 
১০৭.
বড় যদি হতে চাও
ছোট হও তবে
এই কথা শুনে হাসে
বনসাই টবে।
 
 
 
 
 
১০৮.
যে কথা নয়নে
ভরে দেয় প্রাণ
কিছু আপনি শুনে যান
কিছু আমায় শোনান।
 
 
১০৯.
পাশে এসে বসো যদি
ভালোবেসো
এসো হে বৈশাখ
এসো এসো।
 
 
 
 
 
 
১১০.
শাড়ি করে গুণগুণ
পাঞ্জাবি কে যে
বৈশাখি ঝড়-জলে
বসে বসে ভেজে।
 
 
 
 
১১১.
দেখবে এসো
আমের মুকুল-বন
এই হৃদয় সে তো
কোমল সিংহাসন।
 
 
 
 
 
 
 
১১২.
বলো কত
শত বৈশাখ গেলে
কংক্রিট ঘুমায়ে রবে
কুসুমের কোলে ?
 
 
 
 
 
১১৩.
এসে গেছে
রমজান
বাজারে বস 
কম যান।
 
 
 
 
১১৪.
পারানটা কেউ
তোরা নে
পরান আমার
রয় না পরানে।
 
১১৫.
ছলনার কথাগুলো
আর কিন্তু শুনছি না
স্বর্গ সে তো অনেক দূরে
স্বপ্নের জাল বুনছি না।
 
 
 
 
 
 
১১৬.
ঝাঁক বেঁধে মৎস্য
পোনা যায়
ভালোবাসা কি বৎস
গোনা যায়  ?
 
 
 
 
 
১১৭.
উড়ছে পতাকা
আর্জেন্টিনা ব্রাজিলের
তোর ওড়না ওড়ানোর
সাধ এই ফাজিলের।
 
 
 
১১৮.
কেউ পড়া শিখে নাই
খাতাগুলো ফাঁকা
প্রেম হয় চুমু হয়
জলে জল আঁকা।
 
 
 
 
 
১১৯.
ভালো লাগছে সব
এমনকি দূর্বাঘাস
প্রেমে পড়ছেন আপনি
পূর্বাভাস।
 
 
 
 
 
১২০.
লাগ্ ভেলকি 
লেগে যা
ভালোবাসিস?
ভেগে যা।
 
 
 
১২১.
তোমার চোখে চোখে অপলকে
হয়নি আজো দেখা
লাইন তো মোটে চারটি
গোপন টোকা’য় লেখা।
 
 
 
১২২.
‘চ’ দিয়ে শুরু
‘ম’ দিয়ে শেষ হবে
আমি খেলে
তোমারও খাওয়া হবে।
 
 
 
 
 
১২৩.
ভালোবেসো
কম কম
গোপন টোকা
ডট কম।
 

 

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।